রাজ্যেও ব্যাঙ্ক ধর্মঘট পালিত

Bank Strikeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ গোটা দেশের সাথে শুক্রবার রাজ্যেও ব্যাঙ্ক ধর্মঘট পালিত হল৷ গ্রাহকদের চূড়ান্ত হয়রানি৷ ৫টি সাবসিডিয়ারিকে মার্জার করা সহ ব্যাঙ্ক কর্মীদের এক গুচ্ছ দাবি পূরণের দাবিতে শুক্রবার গোটা দেশের সাথে রাজেও অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ এসোসিয়েশনের ডাকে ১দিনের ব্যাঙ্ক ধর্মঘট পালন করা হল৷ এদিন ব্যাঙ্কের কাজকর্ম শুরুর সময়ের আগে থেকেই ব্যাঙ্ক কর্মী   আন্দোলনকারীরা রাজ্যের এবং রাজধানীর বিভিন্ন ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়৷ এতে এদিন কোন ব্যাঙ্কেরই সদর দরজার তালা খুলেনি৷ সবকটি ব্যাঙ্কেরই কাজকর্ম ছিল পুরোপুরি বন্ধ৷ এব্যাপারে  ত্রিপুরা প্রোভেনশিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ  এসোসিয়েশনের সম্পাদক বিমান তালুকদার   বলেন,  রাজ্যে এই ব্যাঙ্ক ধর্মঘট এদিন সর্বাত্মক সফল৷ তবে এই ব্যাঙ্ক ধর্মঘটের মানে কিন্তু সংশ্লিষ্ট গ্রাহকদের ব্যাপক হয় রানির শিকার হতে হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *