কালিয়াচক, ৮ সেপ্টেম্বর (হি. স.) : মালদার কালিয়াচকের জালালপুর জাতীয় সড়কে স্কুলে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক হাই স্কুল শিক্ষকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কমলেশ দাস(৫৫)। তাঁর বাড়ি মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায়। কমলেশ বাবু বৈষ্ণবনগর থানার চর সুজাপুর হাই স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন। এক প্রত্যক্ষদর্শী হালিম শেখ বলেন, এদিন সকালে তিনি বাইকে ফরাক্কা অভিমুখে যাচ্ছিল। সেসময় একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। যার ফলে তিনি ছিটকে লরির চাকায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষকের। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তারপরই যান চলাচল স্বাভাবিক হয়। কালিয়াচক থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, ‘লরিটি আটক করা হয়েছে। লরি চালককেও গ্রেফতার করা হয়েছে।’