নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা কিরেণ রিজিজু। রিজিজু বলেছেন, রাহুল গান্ধী ও কংগ্রেস শুধুমাত্র দেশ ভাঙার কাজ করেছে। কংগ্রেসের ভারত জোড়া যাত্রাকে কটাক্ষ করেই এ কথা বলেছেন কিরেণ রিজিজু। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, “আপনারা রাহুল গান্ধীর কথা শুনলে বুঝতে পারবেন, তিনি শুধুমাত্র ভাষা, ধর্ম এবং আরও অনেক কিছুর ভিত্তিতে প্রতিটি রাজ্যকে ভেঙে ফেলার কথা বলেন। তারা দেশকে দুর্বল করতে কাজ করছে।”
উল্লেখ্য, ‘ভারত জোড়ো যাত্রা’-র দ্বিতীয় দিনে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে পদযাত্রা শুরু করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে কন্যাকুমারীর অগস্তেশ্বরম থেকে পদযাত্রা শুরু হয় রাহুলদের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’-য় অংশ নেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে, পি চিদম্বরম, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, দ্বিগ্বিজয় সিং, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, এদিন জাতীয় তফসিলি উপজাতি কমিশন (নয়াদিল্লি) এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে “স্বাধীনতা সংগ্রামে উপজাতীয় বীরদের অবদান” শীর্ষক জাতীয় সেমিনারের উদ্বোধন করেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজু।