বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পোস্টার পড়ল রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারপার্সনের ওয়ার্ডে

রায়গঞ্জ, ২ সেপ্টেম্বর (হি. স.) : পানীয় জল ও বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পোস্টার পড়ল রায়গঞ্জ পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকারের ওয়ার্ডে। সিপিএমের তরফে এই পোস্টার সাঁটানো হয়েছে। রায়গঞ্জ পুরসভার ১৫, ১৬ ও ১৭ নাম্বার ওয়ার্ডের মাঝখান দিয়ে সুভাষগঞ্জের দিকে বেড়িয়ে গিয়েছে। রায়গঞ্জ শহরের যানজট এড়াতে ছোটো-বড় যানবাহনগুলি ওই রাস্তা ব্যবহার করে। ফলে বছর ঘুরতে না ঘুরতে রাস্তাটি বেহাল হয়ে পড়ছে।

সিপিএম নেতৃত্বের অভিযোগ, রাস্তাটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় প্রতি বছর বর্ষা নামলেই বেহাল হয়ে পড়ে। পরে দু’-এক বার জোড়াতাপ্পি দেওয়া হলেও পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। গত কয়েক বছর ধরে রাস্তার হাল ক্রমশ খারাপ হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এলাকা দিয়ে ভারী ভারী যানবাহন যাতায়াত করায় রাস্তার হাল খারাপ হয়ে যায় অল্পদিনের মধ্যে । ভারী ভারী ট্রাক দিন-রাত ওই রাস্তা দিয়ে জাতীয় সড়কে গিয়ে ওঠে।ঠিকমতো সংস্কার না হওয়ায় রাস্তা বর্তমানে একেবারে চলার অযোগ্য হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা তথা সি পি এম নেতা অরিন্দম ঘোষ বলেন, রাস্তার হাল এতটাই খারাপ যে প্রতিদিন দূর্ঘটনা ঘটছে। রায়গঞ্জ পৌরসভা এলাকায় এতটা রাস্তা খারাপ অন্য ওয়ার্ডে আছে কিনা জানা নেই।তাই রাস্তা মেরামতের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।পাশাপাশি অবিলম্বে বাড়ি বাড়ি পাণীয় জলের দাবি জানানো হয়েছে।তিনি বলেন, তৃণমূলের বোর্ড ক্ষমতায় আসার আগে পাণীয় জলের প্রতিশ্রুতি দিয়েছিল,পাঁচ বছর হয়ে গেলেও এই এলাকার মানুষ পাণীয় জল পেল না। রায়গঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তায় খানাখন্দে জল জমে যাওয়ায় রাস্তা দিয়ে চলাচল করাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। গাড়িঘোড়া তো বটেই, পথচারীরাও পথ চলতে সমস্যায় পড়ছেন। অবিলম্বে কাজ শুরু না হলে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ শুরু করার হুমকি দিয়েছে এলাকার সিপিএম নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *