গোলাঘাট (অসম), ১ সেপ্টেম্বর (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত নুমলিগড়ের পার্শ্ববর্তী ১ নম্বর কৌয়ানি গ্রামে নৃশংস এক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। নিহত ব্যক্তিকে জনৈক আরবেল কেৰ্কেটা বলে শনাক্ত করা হয়েছে। আরবেলকে খুন করে পালিয়ে গা ঢাকা দিয়েছে তারই সতীর্থ গৌতম বিশ্বাস(বিকি)।
স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর এক পদাধিকারী জানাান, গতকাল বুধবার রাতে কৌয়ানি পাহাড় লাইনের বসিন্দা আরবেল কেৰ্কেটার ঘরে আসে তাঁরই সতীৰ্থ গৌতম বিশ্বাস (বিকি) নামের এক ব্যক্তি। কোনও বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই মধ্যে মেজাজ হারিয়ে গলা চেপে শ্বাসরুদ্ধ করে আরবেলকে মেরে ফেলে গৌতম। এর পর আরবেলের মৃতদেহ গৌতম বিশ্বাস তার স্কুটিতে তুলে ডাকঘর চারিআলি-কৌয়ানি সংযোগী রাস্তায় ফেলে পালিয়ে গা ঢাকা দিয়ে দেয়।
ইতিমধ্যে ঘটনাটি জানতে পারে স্থানীয় গ্রামরক্ষী বাহিনী। তাঁরা খবর দেন বগিজান পুলিশকে। খবর পেয়ে তৎক্ষণাৎ অকুস্থলে গিয়ে হাজির হয় বগিজান থনার পুলিশ। তাঁরা প্রাথমিক এনকুয়েস্ট করে আরবেলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোলাঘাট সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন।
স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে গ্রামরক্ষী বাহিনীর সূত্রটি বলেছে, সম্ভবত টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত কোনও ঘটনার জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। এদিকে ইতিমধ্যে খুনি গৌতম বিশ্বাসকে পুলিশ আটক করেছে। পরে প্রদত্ত বয়ানে স্বীকারোক্তির ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে বগিজান পুলিশ।