কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : “টাকার বিনিময়ে বয়কট করা হচ্ছে ছবি, বাতিল সংস্কৃতি নিয়ে দর্শকদের একহাত নিলেন বাবুল সুপ্রিয়“। এই মন্তব্য করে নেটানাগরিকদের তোপের মুখে পড়লেন বাবুল সুপ্রিয়। একটি সংবাদ চ্যানেল সামাজিক মাধ্যমে এই খবর প্রকাশের দু’ঘন্টা বাদে, শুক্রবার বেলা ১০টায় লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৪৫৫, ২৭৮ ও ২।
বলিউডের বয়কট ট্রেন্ড নিয়ে অস্বস্তিতে তারকারা। সেই ছোঁয়া এসে লেগেছে টলিউডেও। ধর্মযুদ্ধ, বিসমিল্লার পর বয়কটের ডাক উঠেছে ‘লক্ষ্মী ছেলে’র বিরুদ্ধে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে সৎ রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন বাবুল সুপ্রিয়। তিনি মুখ খোলেন বয়কট সংস্কৃতি নিয়ে।
অরূপ মণ্ডল লিখেছেন, “এদের আগে বয়কট করা উচিত।“ সদানন্দ হালদার লিখেছেন, “যার টাকার জন্য দল নীতি আদর্শ পরিবর্তন করে তাদের কাছে জনগণ নীতির কথা শুনতে চায় না।“ অভিজিৎ পাত্র লিখেছেন, “আর কিছু দিন অপেক্ষা করুন পশ্চিমবঙ্গে চোর তৃণমূলদের রাষ্ট্রবাদী দেশপ্রেম বাঙালি বয়কট করবে।“
তুষার চ্যাটার্জী লিখেছেন, “টাকার জন্যই তো তৃণমূলের মন্ত্রী।“ দুলাল দে লিখেছেন, “যাদের ক্ষতি হচ্ছে তাদের টাকা দিয়ে পুষিয়ে দিন।“ রাজা বিশ্বাস লিখেছেন, “ভাটের কীর্তন আর চলবে না।“ পলাশ সরকার লিখেছেন, “সুবিধাবাদী দালালের কথার কোনো মূল্য নেই।“
উদয়শঙ্কর পাল লিখেছেন, “দর্শকরা কি দেখবে সেটা তার নিজস্ব ব্যাপার।“ সুনন্দা ঘোষ লিখেছেন, “ছিলে গায়ক, খুব ভালোবাসতাম। হলে নায়ক, ঠিক আছে চলে যাবে। এখন? দলবদলের নায়ক হয়ে, বড় বড় কথা আর বোলনা। যত বলবে মানুষ ততই ঘৃণা করবে। ছিঃ!“
সুব্রত সরকার লিখেছেন, “একদম ঠিক! যেমন আপনারা টাকার বিনিময়ে ভোট কিনছেন।“ স্বাতী চ্যাটার্জী লিখেছেন, “এবার জনগণও ভোটের সময় এদের একহাত নেবে৷“ সৌমেন্দু ঘোষ লিখেছেন, “তোমার মতো সুবিধে ভোগী নয়,আম জনতা।“ সৈকত পাল লিখেছেন, “সবই টাকা, টাকার জন্য এ দল থেকে ও দল। টাকা মাটি মাটি টাকা।“