বেকারত্বের বিরুদ্ধে যন্তর মন্তরে কৃষক-বিক্ষোভ; আটক প্রতিবাদরত কয়েকজন, যানজটে ভোগান্তি

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): পূর্ব ঘোষণা মতোই যন্তর মন্তরে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করলেন কৃষকরা। সোমবার সকাল থেকেই যন্তর মন্তরে আসতে শুরু করেন কৃষকরা, অনেকে আসেন রবিবারও। বেকারত্ব-সহ বিভিন্ন ইস্যুতে এদিন আন্দোলনে নামেন কৃষকরা। প্রচুর সংখ্যক পুলিশ বাহিনীর উপস্থিতির মধ্যেই এদিন সকাল থেকে যন্তর মন্তরে আসতে থাকেন কৃষকরা। দিল্লি-উত্তর প্রদেশ সীমানার গাজীপুরে বিক্ষোভ প্রদর্শনের সময় কয়েকজন কৃষককে আটক করেছে দিল্লি পুলিশ। এদিকে, কৃষকদের বিক্ষোভের জেরে দিল্লির সংশ্লিষ্ট ওই এলাকায় ব্যাপক যানজট হয়।

আন্দোলন তুলে নেওয়া হলেও সরকারের দেওয়া কোনও প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। এই অভিযোগে সোমবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন কৃষকরা। রবিবার থেকেই কৃষকরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভস্থলে আসেন, অনেকে আসেন সোমবার। এই পরিস্থিতিতে দিল্লি-হরিয়ানার টিকরি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ। সিমেন্টের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। টিকরি সীমানার পাশাপাশি গাজীপুর এবং সিংঘু সীমানাতেও নিরাপত্তা জোরদার করা হয়। দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের ওপর গাজীপুর সীমানায় নিরাপত্তা বাড়ানো হয়। কৃষকদের বিক্ষোভের জেরে নয়ডা-দিল্লি চিল্লা সীমানায় ধীর গতিতে চলাচল করে গাড়ি। গাজীপুর সীমানাতেও ব্যাপক যানজট দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *