পুলিশ ইনফর্মার সন্দেহে ওডিশায় যুবককে খুন করল মাওবাদীরা

জগদলপুর, ১৯ আগস্ট ( হি.স.) : শুক্রবার সকালে জগদলপুরের ৩০ নম্বর জাতীয় সড়কে একটি বাস এবং একটি প্রাইভেট গাড়ির ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পরই বাসের চালক ও কন্ডাক্টর পালিয়ে যায়। সংঘর্ষের জেরে গাড়ির অংশগুলিকে গ্যাস কাটার দিয়ে কেটে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার হেমসাগর সিদার জানান, রায়পুর থেকে জগদলপুরগামী পায়েল ট্রাভেলসের বাস যাত্রী নিয়ে জগদলপুর আসছিল। আসনার সামনে মেটাওয়াদা ব্রিজের কাছে জগদলপুর থেকে আসানার দিকে যাওয়া একটি গাড়ি ওই যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই গাড়িতে থাকা পাঁচ যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও কন্ডাক্টর পালিয়ে গিয়েছে। গাড়িতে আটকে পড়া মৃতদের দেহউদ্ধার করতে পুলিশকে গ্যাস কাটার ব্যবহার করতে হয়েছে। চার যুবক জগদলপুরের ও আর এক যুবককে সুকমার বাসিন্দা বলে জানা গিয়েছে।