কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : মন্ত্রীদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনার পর থেকে প্রচারমাধ্যমের একাংশে, মূলত সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মনে করেন এতে দলের ভাবমূর্তির সাঙ্ঘাতিক ক্ষতি হয়েছে। এই ক্ষতি সামলাতে তিনি মন্ত্রীদের ভাবমূর্তির ওপর জোর দিতে চান। এদিন নতুন মন্ত্রিসভাকে মমতা আরও বলেন, ফাইলে সই করার আগে ভাল করে দেখে নেবেন।
পাশাপাশি এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, এবার থেকে রাজ্যের প্রতিমন্ত্রীদের জন্যেও নির্দিষ্ট কাজ বেঁধে দেবে মুখ্যমন্ত্রীর দফতর। এতদিন রাজ্যের বিভিন্ন দফতরের প্রতিমন্ত্রীদের সেরকম কোনও কাজ থাকত না। এবার প্রতিমন্ত্রীদেরও কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দফতরের প্রতিমন্ত্রীদের কাজ নির্দিষ্ট করে দেওয়া হবে এবার। যার ফলে প্রশাসনিক কাজ আরও মসৃণ হবে বলে মত প্রশাসনিক আধিকারিকদের। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কয়েকজন মন্ত্রীকে আরও বেশি করে তাঁদের দফতরকে সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন।