নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ ইটভাট্টা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে সি আই টি ইউ৷ ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ নেতা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্তসহ অন্যান্যরা৷ রাজ্যের ইটভাট্টা শ্রমিকরা দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত৷ তাদের সমস্যা সমাধানের জন্য ইটভাট্টা মালিকা কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ৷ সে কারণেই সি আই টি ইউ এর পক্ষ থেকে ইটভাটা শ্রমিকদের সমস্যা সম্পর্কে শ্রম কমিশনারকে অবহিত করার জন্য শনিবার এক ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ ডেপুটেশন প্রদানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিআইটিইউর প্রবীণ নেতা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত বলেন রাজ্যের ইটভাট্টা গুলিতে কর্মরত শ্রমিকরা নানা সমস্যায় জর্জরিত৷ ইটভাট্টা শ্রমিকদের ১৩ দফা দাবির সমর্থনে শনিবার ডেপুটেশন ও স্মারক লিপি প্রদান করা হয়৷ দাবিগুলির যৌক্তিকতা বিশ্লেষণ করে বক্তব্য রাখতে গিয়ে সংকর প্রসাদ দত্ত বলেন ইটভাটা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার জন্য দীর্ঘদিন ধরেই দাবী জানানো হলেও এখনো পর্যন্ত মালিক পক্ষ ইটভাট্টা শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি৷ সে কারণে বাধ্য হয়ে ইটভাট্টা শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য শ্রম- কমিশনারের দ্বারস্থ হয়েছে সংগঠন৷ তিনি জানান দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ৫৫ বছর বয়স উত্তীর্ণ ইটভাট্টা শ্রমিকদের সামাজিক ভাতা প্রদান করতে হবে৷ প্রতিটি শ্রমিক পরিবারকে পাকা ঘর ,শৌচালয়, পরিশ্রুত পানীয় জল বিদ্যুৎ সংযোগ ইত্যাদি সুযোগ-সুবিধা প্রদান করতে হবে৷ পাশাপাশি সরকারি প্রকল্পে বরাদ্দকৃত ঘরের জন্য মঞ্জুরী বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করতে হবে৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন সাংসদ সংকর প্রসাদ দত্ত বলেন বর্তমানে বিভিন্ন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া৷ সে কারণেই ঘর তৈরীর জন্য বাজেট বৃদ্ধি করতে হবে৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সরকার পক্ষের বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করেন৷ অবিলম্বে শ্রমিকদের দাবি পূরণে সরকার পক্ষ এবং মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারি দিয়েছে৷