আগরতলা, ২৫ জুলাই : রাজ্যে ফের নেশা দ্রব্য উদ্ধার হয়েছে। সোমবার সেকেরকোট এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ট্রাফিক দপ্তরের প্রত্যেকদিনকার মতই চেকিং চলাকালীন একটি সন্দেহজনক মারুতি গাড়ি থেকে ওই নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ গাড়িটি আটক করেছে।
খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে গিয়ে গাড়ি ও নেশা সামগ্রী আটক করে থানায় নিয়ে গেছে। কিন্তু, গাড়ির চালক সহ আরও এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।