Udaipur:উদয়পুরে পাঁচ প্রতারক ধৃত

উদয়পুর, ১৩ জুলাই : মন্দির নগরী উদয়পুরের খিলপাড়া বড়বাড়ি এলাকায় ৫ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে একটি গাড়িও। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বন্ধন ব্যাংকের নাম করে প্রতারণা করতে এসে খিলপাড়া বড়বাড়ি এলাকায় একটি গাড়ি সহ পাঁচ প্রতারককে পুলিশ আটক করেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, খিলপাড়া বড়বাড়ি এলাকার লোকজনদেরকে বন্ধন ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নাম করে এলাকার লোকজনদের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র সহ অর্থ আদায় করছিল। এমনই অভিযোগ উঠছে পাঁচ প্রতারকের বিরুদ্ধে। এলাকার লোকজনদের সন্দেহ হওয়াতে  পাঁচ প্রতারককে আটক করে রাধা কিশোর পুর থানায় খবর দেওয়া হয়। রাধা কিশোর পুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচ প্রতারক এবং একটি গাড়িকে আটক করে থানায় নিয়ে এসেছে।

ধৃত পাঁচ প্রতারকরা হলেন তাপস দাস, বিশাল ঘোষ, বিকাশ ঘোষ, প্রসেনজিৎ ঘোষ এবং বিজয় চৌধুরী। তাদের বাড়ি আগরতলা হাপানিয়া এলাকায়। জানা গেছে, প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে ঐ পাঁচ যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সাথে আরো কয়েক জন প্রতারক যুক্ত আছে। পুলিশ অন্য প্রতারকদের আটক করার জন্য তদন্ত শুরু করছে। মন্দির নগরী উদয়পুরে দিনদুপুরে প্রতারক আটকের ঘটনায় গোটা খিলপাড়া বড়বাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এলাকাবাসী থেকে দাবি উঠছে প্রতারকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হোক। আর কে পুর থানার পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতারণার সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *