Mizoram:মিজোরামে প্রায় ১৩ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, আটক মহিলা পাচারকারী

আইজল (অসম), ১০ জুলাই (হি.স.) : মিজোরামের চম্পাই জেলার অন্তর্গত মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করেছেন আসাম রাইফেলসের জওয়ানরা। বিপুল পরিমাণের হেরোইনের সঙ্গে আটক করা হয়েছে জনৈক মহিলা মাদক পাচারকারীকে।

আজ রবিবার আসাম রাইফেলসের জনসংযোগ কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাজ্য পুলিশের এক দল নিয়ে যৌথ অভিযানে নেমে এই সাফল্য পেয়েছেন তাঁরা। জানানো হয়েছে, মায়ানমার সীমান্তের জোখাথর-মেলবুক রোডে জনৈক মহিলার হেফাজত থেকে ২৬ গ্ৰাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে স্থানীয় পুলিশ এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মহিলাকে গ্ৰেফতার করেছে।

আসাম রাইফলসের বিবৃতিতে আরও জানানো হয়েছে, একই এলাকার জোখাথর গ্রাম থেকে গত শুক্রবার তাঁরা ৭.৮ লক্ষ টাকার বিদেশি সিগারেটও বাজেয়াপ্ত করা হয়েছে।