NSUI:কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করার দাবী জানাল এনএসইউআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রাজ্যের কলেজগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা এবং বিরোধী দলের ছাত্রসংগঠনের ওপর শাসকদলের ছাত্র সংগঠনের হামলা বন্ধ  করে কলেজগুলিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷
বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করা হয়নি৷ ছাত্র সংসদগুলো জবরদখল করে রাখা হয়েছে৷ বহিরাগতরা ছাত্র সংসদে নৈরাজ্য স্থাপন করছে৷ শাসকদলের অনুগত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এ ধরনের নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷ শুক্রবার প্রদেশ সভাপতি সাংবাদিক সম্মেলনে শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে সরব হন৷ তিনি জানান কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিরোধী দলের ছাত্র সংগঠন এনএসইউআই এর দুই ছাত্রকে বেধড়ক মারধর করেছে৷ এ ধরনের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এন এস ইউ আই৷ এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ সংগঠনের রাজ্য সভাপতি অভিযোগ করেছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করা হচ্ছে না৷ বিরোধী দলের ছাত্র সংগঠন ও ছাত্রছাত্রীদের অধিকার হরণ করার লক্ষ্যেই এ ধরনের কৌশল না হয়েছে৷ অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিতে এনএসইউআই শীঘ্রই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বলে জানিয়েছেন৷ রাজ্যের কলেজগুলিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এনএসইউআই এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *