উদয়পুর, ৮ জুলাই : গোমতি জেলার উদয়পুরের রাজনগর পঞ্চায়েতে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। ফলে, পানীয় জলের দাবিতে শুক্রবার সকাল থেকে প্রমিলা বাহিনি রাস্তায় নেমেছে। রাজনগর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে রাজনগর-উদয়পুর পথ অবরোধ করেন তাঁরা। অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরবর্তীতে প্রশাসনের তরফে সমস্যা সমাধানের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়েছে।
উদয়পুর মহকুমার রাজনগর পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলেছে। তীব্র জল সংকট নিরসনের কোন ব্যবস্থা না নেওয়ার ফলে বাধ্য হয়ে শুক্রবার রাজনগর পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের প্রমিলা বাহিনী পথ অবরোধে বসেন। সকাল থেকে দীর্ঘ সময় পথ অবরোধ চলে। কিন্ত জল সম্পদ দপ্তর কিংবা স্থানীয় পঞ্চায়েতের কর্মকর্তাদের দেখা মিলছিল না। কিন্ত যখন রাজনগর ও উদয়পুরের রাস্তার দুই দিকে মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে তখন বাধ্য জলসম্পদ দপ্তরের এস ডি ও রাজেন্দ্র ত্রিপুরা অবরোধ স্থলে ছুটে আসেন। পথ অবরোধ কারীদের সাথে দীর্ঘ আলোচনার পর অবশেষে পথ অবরোধ মুক্ত হয়।
এদিকে, এলাকার মহিলারা জানাযন, দীর্ঘ ১০ থেকে ১২ দিন ধরে তারা পানীয় জল পাচ্ছেন না।বহুবার জলের সমস্যার জন্য জলসম্পদ দপ্তর ও পঞ্চায়েতকে জানিয়ে কাজ না হওয়ায় বাধ্য হয়ে শুক্রবার রাজনগর গোমতী নদীর ব্রীজের উপর পথ অবরোধে বসেন তাঁরা। মহিলাদের আরও বক্তব্য দীর্ঘদিন ধরে জলের যেমন সমস্যা তেমনি রাস্তারও সমস্যা দীর্ঘদিনের। রাস্তার সমস্যার জন্য চলাফেরা করার ক্ষেত্রে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে বিদ্যালয়ে যাওয়া ছাত্র-ছাত্রীদের রাস্তার জন্য বিদ্যালয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। দপ্তর একদম নীরব। অবিলম্বে যদি এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।