ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।। ফাইভ-এ-সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাব। আগামী ৯ ও ১০ জুলাই দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় সর্বাধিক ৩২টি দলকে খেলার সুযোগ করে দেয়া হবে। খেলা হবে ৫-এ-সাইড। অতিরিক্ত তিনজন করে খেলোয়ার থাকবে। খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা প্রাইজবানি দেয়া হবে। এছাড়া, সেমিফাইনাল ও ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ এবং বেস্ট প্লেয়ার ট্রফি প্রদান করা হবে। খেলা হবে নকআউট পদ্ধতিতে। খেলায় অফসাইড থাকবে না, তবে ১০-২-১০ মিনিটের হিসেবে খেলা হবে। নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকলে পেনাল্টি শুট আউটের মাধ্যমে টাই ব্রেকিং করা হবে। নির্ধারিত ফি সহ খেলায় এন্ট্রি জমা দিতে হবে ৬ জুলাইয়ের মধ্যে। ৮ জুলাই ক্রীড়া সূচি তৈরির পর ৯ ও ১০ জুলাই হবে টুর্নামেন্ট। আজ, রবিবার বেলা ১১ঃ৩০ টায় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষ থেকে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তা তথা বাধারঘাটস্থিত দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের কর্মকর্তা বৃন্দ বিশেষ করে সভাপতি গৌতম ব্যানার্জী, সম্পাদক শান্তি পদ (স্বপন) দে, সহ-সম্পাদক অখিল দাস, প্রাক্তন সম্পাদক সিদ্ধার্থ সরকার, সদস্য কল্লোল চক্রবর্তী ও বিপ্লব দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এন্ট্রি এবং খেলার নিয়ম কানুন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনে সচিব শান্তি পদ (স্বপ্ন) দে-র সঙ্গে ফোনে ৮৭৮৭৮৯৬৫৫৪ নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। ৯ জুলাই সকাল ৮টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ১০ জুলাই বিকেল ৪টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের শেষে হবে প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উভয় অনুষ্ঠানে উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন ফুটবলার রঞ্জিত দাস, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি তথা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, সচিব সুপ্রভাত দেবনাথ, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, কোষাধ্যক্ষ শংকর দত্ত, ভেটারেন ফুটবল এসোসিয়েশনের সচিব রঞ্জিত দেব এবং সাই-স্যাগের শিক্ষক প্রমূখ উপস্থিত থাকবেন। বলা বাহুল্য, উদ্বোধনী অনুষ্ঠানের পর ত্রিপুরা স্পোর্টস স্কুলের মহিলা ফুটবলারদের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচও রাখা হয়েছে।
2022-07-03