নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম-দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। আগুন লাগিয়ে হচ্ছে ট্রেনে, স্টেশনেও ভাঙচুর চালানো হচ্ছে। এমতাবস্থায় বিক্ষোভকারীদের হিংসায় লিপ্ত না হওয়ার আবেদন জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের সম্পত্তি নষ্ট না করারও অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ নিয়োগ প্রকল্পকে ঘিরে ক্ষুব্ধ সেনাবাহিনীর চাকরি প্রার্থীরা। এখনও পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ সবথেকে হিংসাত্মক চেহারা নিয়েছে বিহার ও উত্তর প্রদেশে। বিহার ও উত্তর প্রদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক ট্রেন। এই পরিস্থিতি শুক্রবার রেলমন্ত্রী বিক্ষোভকারীদের উদ্দেশে আবেদন জানালেন, সকলের কাছে আমার অনুরোধ হিংসায় লিপ্ত হবেন না, নষ্ট করবেন না সরকারি সম্পত্তি।