নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ ভয়াবহ যান দুর্ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার জাতীয় সড়কে৷ দুর্ঘটনায় আহত চার৷ এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জিবিতে প্রেরণ করা হয়৷ ঘটনায় জানা যায়,টিআর০৬- ১৫৬৩ নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়ি তেলিয়ামুড়া শহর থেকে চাকমা ঘাটের দিকে যাচ্ছিল, ঠিক একই সময় এনলে০১ এডি ৬৮৮০ নম্বরের একটি ১২ চাকার লরির চাকমাঘাট এলাকায় সংঘর্ষ ঘটে৷ এতে গুরুতর আহত হয় পিকআপ গাড়ির চালক সহ ৪ জন৷ ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের খবর দিলে দমকলকর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেনি৷ এনিয়ে বিরাট বিক্ষোভ দেখায় এলাকার জনগণ৷ অবশেষে এলাকাবাসীরা অটোরিকশা করে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ সেখানেই চলে চারজনের প্রাথমিক চিকিৎসা৷ এর মধ্যে বুলেরো গাড়ির চালক রাজকুমার দাস সহ আরো দুই জনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রণয় দাস তাদের আগরতলা জিবিতে রেফার করে দেন৷
অন্যদিকে দুর্ঘটনার দু’ঘণ্টা কেটে গেলেও তেলিয়ামুড়া থানার থানা বাবুরা তেলিয়ামুড়া হাসপাতালে আসতেও দেখা যায়নি৷ যদিও দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি ঘটনাস্থলেই পড়ে আছে৷ এদিকে এলাকাবাসীরা তেলিয়ামুড়া দমকল বাহিনীর উপর একপ্রকার ক্ষোভ উগরে দেয়৷ যদিও পরবর্তী সময়ে পুলিশ দুটি গাড়িকেই আটক করে একটি দুর্ঘটনার মামলা হাতে নেয়৷ অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, তেলিয়ামুড়া থানার উদ্যোগে ‘প্রয়াস’ নামক একটি ব্যাবস্থাপনা রয়েছে জনগণকে সচেতনতা করার৷ কিন্তু তেলিয়ামুড়া থানা বাবুরা এতই ব্যাস্ত যে নিজেদের ঘর গোছাতে অন্যদিকে অপরের বা জনসাধারনের ঘর উজাড় হয়ে যাক তা দেখার মত চেষ্টা তাদের নেই৷ জনগনকে সচেতন করা তো দূরের কথা নিজেরাই সর্বদা অসচেতনতার কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত এমনটাই অভিযোগ তেলিয়ামুড়ার সচেতন মহলের৷ যদিও দুর্ঘটনা রুখতে একপ্রকার সম্পূর্ণ ব্যার্থ তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তর ও তেলিয়ামুড়া মহকুমা পরিবহন দপ্তর, এমন খবর প্রতিদিনই কান পাতলেই শোনা যায় তেলিয়ামুড়া অলিতে গলিতে৷
2022-06-09