Attacked: শোপিয়ানে সন্ত্রাসী হামলার কিনারা, বেসরকারি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত ৪

শ্রীনগর, ৭ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় বেসরকারি গাড়িতে বিস্ফোরণের ঘটনার কিনারা করল পুলিশ। এক সপ্তাহের মধ্যেই ওই বিস্ফোরণের ঘটনায় ৪ জন জঙ্গি ও সন্ত্রাসী মদতদাতাকে গ্রেফতার করেছে পুলিশ। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, শোপিয়ানের সেডোতে বেসরকারি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে জানিয়েছেন কাশ্মীরের আইজিপি। ওই বিস্ফোরণে একজন সেনা জওয়ান শহিদ হয়েছিলেন ও দু’জন আহত হয়েছিলেন।

গত ২ জুন ভোররাত আনুমানিক তিনটে নাগাদ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের সেডো থেকে একটি অভিযান শুরু করা হয়েছিল, পাতিটোহালানে তল্লাশি চালানোর জন্য। সেই স্থানে যাওয়ার সময় সেডো থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাড়া নেওয়া গাড়িতে বিস্ফোরণ হয়। ওই গাড়িতেই তল্লাশি চালানোর জন্য যাচ্ছিলেন জওয়ানরা। বিস্ফোরণে ৩ জন সেনা জওয়ান আহত হন, পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। বিস্ফোরণের প্রকৃতি ও উৎস খুঁটিয়ে দেখা হয়, জানা যায় আইইডি ব্যবহার করেছিল জঙ্গিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *