জয়পুর, ৪ মে (হি.স.): রাজস্থানের বিকানের জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি পিকআপ জীপ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর ৫৪-এর এক পৌঢ় ও তাঁর নাতি ও নাতনির। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বিকানের জেলার বীচওয়াল থানা এলাকায়। গাইরসার গ্রাম থেকে বিকানের শহরের দিকে যাচ্ছিল পিকআপ জীপটি।
ওই জীপে কয়েকটি শিশু-সহ একই পরিবারের সদস্যরা ছিলেন। বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁরা বিকানের শহরের জামাকাপড় কিনতে যাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ জীপটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। মৃতদের নাম মাঙ্গিলাল (৫৪), তাঁর নাতি ও নাতনি মোহন রাম (১১) ও সুমন (৯)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট।