Raj Thackeray: ধর্মীয় নয়, অবৈধ লাউডস্পিকার একটি সামাজিক সমস্যা : রাজ ঠাকরে

মুম্বই, ৪ মে (হি.স.): অবৈধ লাউডস্পিকারে বিষয়টি ধর্মীয় নয়, সামাজিক সমস্যা। এমনই অভিমত মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের। বুধবার রাজ ঠাকরে বলেছেন, “শুধুমাত্র মসজিদের বিষয় নয়, বেশ কিছু মন্দির আছে যেখানে বেআইনি লাউডস্পিকার চলছে। আমি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছি যে এটি (অবৈধ লাউডস্পিকার) কোনও ধর্মীয় সমস্যা নয় বরং একটি সামাজিক সমস্যা।”

রাজ ঠাকরে আরও বলেছেন, “আমার একটাই দাবি মসজিদ থেকে সমস্ত অবৈধ লাউডস্পিকার অপসারণ করতে হবে, যতক্ষণ না সেগুলি সরানো না হয় ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।” সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বুধবার লাউডস্পিকার ব্যবহার করেছে মুম্বইয়ের ১৩৫টি মসজিদ। এ বিষয়ে মহারাষ্ট্র পুলিশকে রাজ ঠাকরের প্রশ্ন, “আমরা রাজ্যে শান্তি চাই। বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনকারী ১৩৫টি মসজিদের বিরুদ্ধে আপনারা (পুলিশ) কী ব্যবস্থা নিচ্ছেন?আপনারা (পুলিশ) শুধুমাত্র আমাদের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।” রাজ ঠাকরে আরও বলেছেন, “যতক্ষণ না পর্যন্ত সমস্ত অবৈধ লাউডস্পিকার অপসারণ করা হচ্ছে, ততক্ষণ আমরা আজানের সময় মসজিদের বাইরে হনুমান চালিসা বাজিয়ে যাব। সরকার যদি নির্দেশ না মানে তাহলে সুপ্রিম কোর্ট কী করে, তা আমিও দেখতে চাই।” উল্লেখ্য, লাউডস্পিকারে হনুমান চালিশা বাজানোর অভিযোগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কমপক্ষে ২৫০ জন কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে, পুণে-র খালকার হনুমান মন্দিরে মহা আরতি করার অভিযোগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সেক্রেটারি অজয় শিন্ডে-সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *