নয়াদিল্লি, ৪ মে (হি.স.): দরিদ্রতম এবং সবচেয়ে দুর্বলদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ফের জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গৌরবময় প্রতিশ্রুতি হল কাউকে পিছিয়ে না রাখা।” বুধবার ভিডিও বার্তায় দুর্যোগ স্থিতিস্থাপক পরিকাঠামো (সিডিআরআই) ২০২২-এর আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গৌরবময় প্রতিশ্রুতি হল কাউকে পিছিয়ে না রাখা। এই কারণেই আমরা দরিদ্রতম এবং সবচেয়ে দুর্বলদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ, তাঁদের আকাঙ্খাগুলি উপলব্ধি করার জন্যই ভবিষ্যৎ প্রজন্মের পরিকাঠামো তৈরি করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “পরিকাঠামো মানে শুধুমাত্র মূলধন সম্পদ তৈরি করা নয়, বিনিয়োগের উপর দীর্ঘমেয়াদী রিটার্ন তৈরি করাও নয়। এটি কোনও সংখ্যার বিষয় নয়। এটি টাকার বিষয়ও নয়। এটি মানুষের বিষয়। এটি মানুষের ন্যায়সঙ্গত পদ্ধতিতে উন্নত মানের, নির্ভরযোগ্য এবং টেকসই পরিষেবা প্রদানের বিষয়।” প্রধানমন্ত্রীর কথায়, “আড়াই বছরের অল্প সময়ের মধ্যেই সিডিআরআই গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এবং মূল্যবান অবদান রেখেছে।”

