নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.) : শনিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটারে স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, “উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন।”
টানা দ্বিতীয় মেয়াদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দ্বিতীয়বার দিল্লি সফর করলেন মুখ্যমন্ত্রী। এর আগে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শাহের সঙ্গে দেখা করেন তিনি। তখন আদিত্যনাথের সঙ্গে ছিলেন তার ডেপুটি কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক। উত্তর প্রদেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগীর আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।