নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): দিল্লির চিত্তরঞ্জন পার্কে (সি আর পার্ক) পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হল দুষ্কৃতী। গুলির লড়াইয়ে জখম ওই দুষ্কৃতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে দুষ্কৃতীরা এসেছিল এবং তাঁদের আরও বড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ।
দিল্লির অভিজাত এলাকা হিসেবেই পরিচিত চিত্তরঞ্জন পার্ক। রাজধানীর ‘বাঙালি মহল্লা’ বলেও অনেক সময়ই উল্লেখ করা হয় এই এলাকাকে। শুক্রবার অনেক সকালে সেই চিত্তরঞ্জন পার্কে এনকাউন্টারের ফলে উত্তেজনা ছড়ায়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক দুষ্কৃতী জখম হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।