Amit Shah: অমিত শাহের উপস্থিতিতে তৈরি হল বিশ্ব রেকর্ড, এক সঙ্গে উত্তোলিত ৭৭ হাজার তেরঙ্গা

পটনা, ২৩ এপ্রিল (হি.স.) : শনিবার বিহারের আরা জেলার জগদীশপুরের দুলাউরা ময়দানে বাবু বীর কুয়ার সিং বিজয়োৎসব উদযাপনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একসাথে ৭৭,৭০০ টি তেরঙ্গা উত্তোলন করা হল। এটি একটি বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের সবচেয়ে বেশি পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড ভেঙে গেল। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের নামে। এই কর্মসূচিতে পাঁচ মিনিট ধরে পতাকা উত্তোলন করা হয়।

এদিনের বিজয়োৎসবে দুই লাখের বেশি মানুষ অংশ নেন। এ নিয়ে জগদীশপুরে পৌঁছেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দল। তথ্য অনুযায়ী, এর আগে ৫৭,৫০০ জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড ছিল পাকিস্তানের। ভোজপুরে অনুষ্ঠানের রেকর্ডিং করা হয়েছিল ড্রোন ক্যামেরা দিয়ে। এছাড়া যাদের হাতে জাতীয় পতাকা রয়েছে তাদের আঙুলের ছাপও নেওয়া হয়েছে।
এদিন বিহারে একদিনের সফরে পটনা বিমানবন্দরে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিমানবন্দরে বৈঠক করেন অমিত শাহ ও নীতীশ কুমার। দশ মিনিটের বৈঠকের পর শাহ আরার জগদীশপুরে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *