আগরতলা, ১৭ এপ্রিল : ভারতীয় ছাত্র ফেডারেশন ত্রিপুরা কমিটির উদ্যোগে খাদ্য আন্দোলনের শহীদ সৌমেন্দ্র সূত্রধরের ৫৫ তম শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এদিন এসএফআই রাজ্য সম্পাদক শহীদ সৌমেন্দ্র সূত্রধরের আত্ম বলিদানের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ১৯৬৭ সালে খাদ্যের দাবিতে আন্দোলনে সামিল হয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া সৌমেন্দ্র সূত্রধর কংগ্রেস শাসিত রাজ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। সাথে তিনি যোগ করেন, বর্তমান সরকারের এই ৪ বছরের সময়কালে রাজ্যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। ছাত্র যুবদের ঐক্যবদ্ধভাবে গনতন্ত্র রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান করেন তিনি।