আগরতলা, ১৭ এপ্রিল : ডিওয়াইএফআই-র সম্মেলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দেওয়া হয়েছে।
রবিবার রাজ্যব্যাপী ডি ওয়াই এফ আই অর্থাৎ ভারতীয় যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই সম্মেলন থেকে আগামী দিনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরো শক্তিশালী করা হবে বলে জানান নেতৃত্বরা।
এদিনের এই সম্মেলনে আগামী দিনের রাজনৈতিক রণকৌশল সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানা গেছে। মূলত যুব সমাজকে সঙ্ঘবদ্ধ করাই মূল লক্ষ্য এই আন্দোলনের।নেতৃত্বরা জানান, স্বতঃস্ফূর্তভাবে যুবসমাজ সম্মেলনে যোগদান করছে। আগামীদিনে বিজেপি-আইপিএফটি জোট সরকারের জনস্বার্থ বিরোধী নীতিগুলির বিরুদ্ধে প্রত্যেকে গর্জে উঠবেন বলে জানান বাম নেতৃত্বরা।

