মুম্বই, ১ এপ্রিল (হি.স.): বাণিজ্যনগরী মুম্বইয়ে মাস্ক না পরলে আর জরিমানা করা হবে না। শুক্রবার থেকেই তা কার্যকর হয়েছে, কেউ যদি এখন থেকে মাস্ক না পরেন তাহলে তাঁকে জরিমানা করতে পারবে না মুম্বই পুলিশ। তবে, সতর্কতার জন্য মুম্বইয়ের নাগরিকদের মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে বৃহন্মুম্বই পৌর নিগম (বিএমসি)।
শুক্রবার বিএমসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিডের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নাগরিকদের মাস্ক ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে। প্রসঙ্গত, ২ এপ্রিল, শনিবার থেকেই যাবতীয় কোভিড-বিধিনিষেধ উঠে যাচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে করোনা-সংক্ৰমণ কমতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে ভারত।