নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২৭ মার্চ৷৷ নিজ ঘরে ফাঁসি লেগে আত্মহত্যা এক অভিমানী প্রেমিকের৷মৃত প্রেমিকের নাম লিটন ভট্টাচার্য৷ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন উত্তর হুরুয়া এলাকায়৷
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,হুরুয়া গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা ফুলেন ভট্টাচার্যের ছেলে লিটন ভট্টাচার্য শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ মোবাইল ফোনে এক যুবতির সঙ্গে কথা বলা অবস্থায় বাড়িতে এসে তার ঘরের দরজা বন্ধ করে দেয়৷তার এমন আচরনে পরিবারের সকলে বিষ্মিত হয়ে দরজা খুলার জন্য লিটনকে ডাকাডাকি শুরু করেন৷ কিন্তু তাতে কোন সুরাহা না হওয়াতে প্রতিবেশীদের সহযোগিতায় কুড়াল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে দেখা যায় লিটনের নিথর দেহ ফাঁসিতে ঝুলছে৷খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ স্থানীয় থানার পুলিশ অকুস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷ পাশাপাশি কদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে৷
জানা যায় মৃত প্রেমিক পেশায় দিনমজুরের কাজ করতো৷তবে মৃত যুবকের পরিবারের দাবি, তাদের ছেলে প্রেমের ফাঁদে পড়ে অভিমানে আত্মহত্যা করেছে৷ এর পূর্বেও নাকি কোন এক মেয়ের সাথে অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করতে চেয়েছিল৷ অবশ্যই পরিবারের লোকজনদের তৎপরতায় সেই সময় হাসপাতালে চিকিৎসা করে প্রানে বেঁচে বাড়ি ফিরছিল৷ কিন্তু শনিবার পবিত্র প্রেমের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অভিমানে ফাঁসি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হল লিটনকে৷ অবশ্য কদমতলা থানার পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমিকার সাথে প্রেম বিরহ জনিত কারণেই লিটন আত্মহত্যা করছে৷ যদিও ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ৷গোটা ঘটনায় উত্তর হুরুয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷