নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ মার্চ৷৷ বিশালগড় মহাকুমার কৈয়াঢেপা সীমান্তে কাঁটাতারের ১৩১ নম্বর গেট সংলগ্ণ এলাকায় গরু পাচারকারীদের আক্রমণে শাসকদলের পঞ্চায়েত সদস্য সহ পরিবারের চারজন সদস্য গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন৷
ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ৷ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ বিএসএফ সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ফারুক নামে এক গরু পাচারকারী কৈয়াঢেপা সীমান্তে কাঁটাতারের ১৩১ নম্বর গেট সংলগ্ণ এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া কেটে চারটি গরু বাংলাদেশে পাচার করার চেষ্টা করে৷ তাতে বাধা দেওয়ার অপরাধে গরু পাচারকারী ফারুক সীমান্তের ওপারে গিয়ে বাংলাদেশ থেকে গরু পাচারকারিদের এনে গ্রাম পঞ্চায়েতের সদস্য সেলিম মিয়ার বাড়িতে হামলা চালায়৷ তাতে অন্তঃসত্ত্বা স্ত্রী সহ পরিবারের চারজন সদস্য গুরুতর ভাবে আহত হন৷ হামলার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন চিৎকার চেচামেচি শুরু করেন৷ চিৎকার শুনে প্রতিবেশীরা বের হয়ে আসেন৷ ঘটনাস্থলে এসে পরিবারের ৪ জন সদস্যকে জখম অবস্থায় দেখে স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীকে খবর দেন৷খবর পেয়ে বিশালগড় থেকে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷
এদিকে ঘটনার খবর পেয়ে মধুপুর থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা রাতেই ঘটনাস্থল আয় চলে যায়৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকা গুলোতে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ এই ঘটনার জেরে ফের যেকোনো সময় বড় ধরনের হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকেই৷ বিএসএফের তরফে সীমান্ত এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷
উল্লেখ্য ওই সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিনই গরু পাচার সহ নানা নেশাজাতীয় সামগ্রী পাচার হচ্ছে৷ পাচারকারীদের বাধা দিলেই আক্রান্তের শিকার হতে হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন৷