নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): ভার্চুয়াল পঞ্চম বিমস্টেক শিখর সম্মেলন হবে আগামী ৩০ মার্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন আলোচনায় যোগ দেবেন ভার্চুয়ালি। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড । এই দেশগুলির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন, পরিবহন-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা বিমস্টেক মঞ্চের লক্ষ্য।
বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে শ্রীলঙ্কা এবারের সম্মেলন ভার্চুয়ালি আয়োজন করছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, শিখর সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সংশ্লিষ্ট দেশগুলির শীর্ষ আধিকারিকরা আগামী সোমবার বৈঠকে বসবেন। পরের দিন বিমস্টেক বিদেশমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। কোভিড পরবর্তী সময়ে সদস্যভুক্ত দেশগুলি যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে আলোচনা হবে । পাশাপাশি দেশগুলির মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে কথা হবে। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড । এই দেশগুলির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন, পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা বিমস্টেক মঞ্চের লক্ষ্য।
2022-03-26