সিওল, ২৬ মার্চ (হি.স.): দক্ষিণ কোরিয়ায় কোভিড-সংক্রমণ কমছেই না, দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা ৩-লক্ষের ঊর্ধ্বেই রয়েছে। বিগত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ৪৭৯ জন। এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ায় কোভিড সংক্রমণ-পরিস্থিতি বেশ মারাত্মক। সংক্ৰমণ বাড়তেই কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও দ্রুততার সঙ্গে বাড়ছে।
শুক্রবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ৩২৩ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৩ লক্ষ ৩৫ হাজার ৪৭৯ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১,৪৯৭,৭১১ জন এবং মৃত্যু হয়েছে ১৪,৬১৭ জনের।