Trinamool MP Dola Sen : জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যসভায় আলোচনা চেয়ে মুলতবির প্রস্তাব দোলা সেনের

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : সোমবার রাতেই ঘোষণা হয়েছিল রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হতে চলেছে এবং তা কার্যকর হবে মঙ্গলবার থেকেই। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যসভায় মুলতবির প্রস্তাব এনেছেন তৃণমূল সাংসদ দোলা সেন।


পাঁচ রাজ্যে নির্বাচনের মিটতেই রান্নার গ্যাস এবং জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি । মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এই মূল্য বৃদ্ধি। সিলিন্ডার প্রতি ৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম। রান্নার গ্যাসের পাশাপাশি বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যসভায় মুলতবির প্রস্তাব এনেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যসভায় আলোচনা চেয়ে মুলতবির প্রস্তাব আনলেন দোলা সেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *