তেলিয়ামুড়া, ১৭ মার্চ : তেলিয়ামুড়ার কালীটিলা এলাকা থেকে এক নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। নাবালিকাটির বাড়ি মনু থানা এলাকায়। প্রণয়ের সূত্র ধরে সে তার প্রেমিকের হাত ধরে তেলিয়ামুড়ার কালীটিলা এলাকায় চলে আসে। এ ব্যাপারে নাবালিকার পরিবারের তরফ থেকে মনু থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই নাবালিকাটি তেলিয়ামুড়া থানা এলাকার কালীটিলা এলাকায় অবস্থান করছে। সেই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশের সহযোগিতা নিয়ে কালীটিলা থেকে ওই নাবালিকাকে বুধবার রাতে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।উদ্ধার করা নাবালিকাকে আইন অনুযায়ী তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত প্রেমিককে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।