নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : দক্ষিণ কোরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে ভারত-কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে সম্মত হয়েছেন।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার টুইট করে জানান, প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত হয়েছিল। কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচনে তার বিজয়ের জন্য আমি অভিনন্দন জানিয়েছি। আমরা অনেক ক্ষেত্রে ভারত-কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।”
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি নির্বাচন ৯ মার্চ অনুষ্ঠিত হয়েছিল। ভোটার ছিল ৭৭.১ শতাংশ। ইউন ৪৮.৫৬ শতাংশ ভোট পেয়েছেন এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী কোরিয়ার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জায়ে-মিউং ৪৭.৮৩ শতাংশ পেয়েছেন।

