নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী বিচারক দিবস পালন করবে সুপ্রিম কোর্ট। ওইদিন বিকাল ৫টা থেকে অনলাইনে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।
প্রকৃতপক্ষে, ২৮ এপ্রিল ২০২১ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ প্রতি বছর ১০ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা করে। রাষ্ট্রসঙ্ঘ তার সকল সদস্য দেশকে এই অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানিয়েছে।
সুপ্রিম কোর্টের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবিধানিক আদালতের সকল মহিলা বিচারক ছাড়াও সারাদেশের মহিলা বিচার বিভাগীয় কর্তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান বিচারপতি এনভি রমনা ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি বিভি নাগারথনা এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী উপস্থিত থাকবেন।