জম্মু, ৯ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সন্দেহজনক বিস্ফোরণে প্রাণ হারালেন একজন। বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। উধমপুরের এসএসপি বিনোদ কুমার জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের পর জানা যাবে বিস্ফোরণের তীব্রতা। বুধবার উধমপুর জেলার সালাথিয়া চকে এই বিস্ফোরণ হয়। একটি ভেন্ডিং কার্টের নীচে এই বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রের খবর, বুধবার দুপুর ১২.৫০ মিনিট নাগাদ উধমপুর জেলার সালাথিয়া চকে একটি ভেন্ডিং কার্টের নীচে এই বিস্ফোরণ হয়। ব্যস্ততম এই বাজারে বিস্ফোরণে একজন প্রাণ হারিয়েছেন। ১৫ জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হলেও, বাকিরা স্থিতিশীল রয়েছেন।
প্রাথমিক তদন্তের পর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (এডিজিপি) জম্মু মুকেশ সিং জানিয়েছেন, মনে হচ্ছে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর সাহায্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। মুকেশ সিং জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আইইডি বিস্ফোরণ ছিল, তবে এর প্রভাব খুব বেশি ছিল না। তদন্ত চলছে, তাই বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না।”