Nancy Feser: ইউক্রেনীয় শরণার্থীরা তিনবছর পর্যন্ত ইউরোপীয়ান ইউনিয়নের সুরক্ষা, জানাল জার্মান স্বরাষ্ট্র মন্ত্রকের

বার্লিন, ২ মার্চ (হি.স.) : ইউক্রেন থেকে আসা শরণার্থীদের আশ্রয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন নেই এবং তাদের ইউরোপীয় ইউনিয়নে তিন বছর পর্যন্ত সুরক্ষা পাবেন বলে বুধবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী ন্যান্সি ফেসার জানিয়েছেন। এদিন তিনি টুইট করে জানিয়েছেন, “আমরা দ্রুত এবং আমলাতন্ত্র ছাড়াই সাহায্য প্রদান করছি। ইউক্রেন থেকে আসা শরণার্থীদের আশ্রয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। তারা তিন বছর পর্যন্ত ইইউতে তাৎক্ষণিক সুরক্ষা পাবেন”।

মন্ত্রী বলেন, উদ্বাস্তুদের স্বাস্থ্য বীমা এবং শ্রম বাজারে অবিলম্বে অ্যাক্সেস প্রদান করা হবে।
গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের উপর অভিযান শুরু করেছে, ডোনেটস্ক এবং লুহানস্কের বিচ্ছিন্ন প্রজাতন্ত্রের সাহায্যের আহ্বানে সাড়া দিয়ে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে বিশেষ অভিযানটি শুধুমাত্র ইউক্রেনের সামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে। এতে পঞ্চাশ হাজারেরও বেশি শরণার্থী ইতিমধ্যে ইউক্রেন ছেড়েছে।