Dead body : জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : সিমনার কাতলামারার দলদলির জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম অজিত সরকার। মৃতের স্ত্রী অনিমা সরকার অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। অজিত সরকার একজন জুয়াড়ি ছিল। জুয়া খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে হয়তো তাকে হত্যা করে মৃতদেহটি জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে বলে তাঁর স্ত্রী অভিযোগ করেছেন।


মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।


উল্লেখ্য, সীমনা এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমা জুয়ার আসর বসে। পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল সত্ত্বেও তাদের বিরুদ্ধে কঠোর কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করছে না বলে স্থানীয় জনগণের অভিযোগ। সর্বনাশা জোয়ার কবলে পড়ে বহু পরিবার নষ্ট হয়ে গেছে। জুয়া খেলা বন্ধ করতে পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *