শ্রীনগর, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : সোপোর পুলিশ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আল-বদর হামলার ছক বানচাল করল। সোপোরে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। পুলিশ চার সন্ত্রাসবাদী এবং তিন সহযোগীকে গ্রেফতার করেছে। সংগঠন আলবদরের একটি সন্ত্রাসী মডিউল ফাঁস করেছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোপোর পুলিশ ৩২ আরআর এবং ৯২ সিআরপিএফ ব্যাটালিয়নের একটি যৌথ কর্ডন-এন্ড-সার্চ অপারেশন চালায়।
তল্লাশি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক সামগ্রী সহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা আল-বদরের জন্য গত দুই বছর ধরে কাজ করছে তাদের হ্যান্ডলার পাকিস্তানের বাসিন্দা ইউসুফ বালুসি এবং বর্তমানে পাকিস্তানে অনন্তনাগের বাসিন্দা খুরশিদ। সোপোর পুলিশ জানিয়েছে, তাদের কথার ভিত্তিতে প্রয়াত নাজির আহমেদ ভাটের ছেলে আশরাফ নাজির ভাট সহ গ্রেফতার করা হয়।