জলন্ধর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি-পঞ্জাব লোক কংগ্রেস ও শিরোমণি অকালি দল (সংযুক্ত)। শনিবার জলন্ধরে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা হরদীপ সিং পুরী বলেছেন, “পঞ্জাব অতি স্পর্শকাতর একটি সীমান্তবর্তী রাজ্য।” তিনি জোর দিয়ে বলেন, “পঞ্জাবের মতো রাজ্যের ভালোর জন্য ক্ষমতায় এমন ধরনের মানুষজনকে চাই যাঁরা নিজেরাও স্থিতিশীল।”
নির্বাচনী ইস্তেহারে ঋণ মকুব, ফল, শাকসবজি, ডাল এবং তৈলবীজের জন্য ন্যূনতম সমর্থন মূল্য (এমএসপি)-সহ অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পঞ্জাবে বিজেপি, প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর নেতৃত্বাধীন পঞ্জাব লোক কংগ্রেস এবং শিরোমনি আকালি দল (সংযুক্ত) জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবের ১১৭ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ, ১০ মার্চ ভোট গণনা হবে।