নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার, ৫ ফেব্রুয়ারি হায়দরাবাদ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হায়দরাবাদে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, ওই দিন তিনি দেশকে উৎসর্গ করবেন স্ট্যাচু অফ ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের মূর্তি। পাশাপাশি হায়দরাবাদের পাতানচেরুতে ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি-আরিড ট্রপিক্স (এইসিআরএইএসএটি) ক্যাম্পাস পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী এবং এইসিআরএইএসএটি-এর ৫০ তম বার্ষিকী উদযাপনের সূচনা করবেন।
শনিবার দুপুর ২.৪৫ মিনিট নাগাদ এইসিআরএইএসএটি-এ যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৫০ তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নতুন লোগোর সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিকেল পাঁচটা নাগাদ শামশাবাদের মুঞ্চিন্তলায় চিন্না জিয়ার স্বামী আশ্রম পরিদর্শন করবেন মোদী, দেশকে উৎসর্গ করবেন ২১৬ ফুট লম্বা স্ট্যাচু অফ ইকুয়ালিটি।