ঋষিকেশ কেন্দ্র থেকে চতুর্থবার বিজেপির প্রার্থী প্রেমচাঁদ আগরওয়াল

দেহরাদুন, ২০ জানুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ঋষিকেশ বিধানসভা কেন্দ্র থেকে চতুর্থবারের মতো প্রার্থী হিসেবে প্রেমচাঁদ আগরওয়ালকে প্রার্থী করেছে। এজন্য তিনি দলের হাইকমান্ডের পাশাপাশি রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।

২০২২ সালের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির পক্ষ থেকে প্রকাশিত প্রথম তালিকায় প্রেমচাঁদ আগরওয়ালকে চতুর্থবারের মতো ঋষিকেশ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। টিকিট পাওয়ার পর প্রেমচাঁদ বলেন, তিনি ভারতীয় জনতা পার্টির কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ভিত্তিতে তিনবার জিতেছেন। এখন চতুর্থবারও তিনি বিজেপি কর্মীদের সহায়তায় প্রচণ্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঋষিকেশ বিধানসভা আসনে জয়ী হবেন। তিনি এলাকায় যে উন্নয়ন কাজ করেছেন তা নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ভূমিকা রাখবে।