আগামীকাল পঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা, জানালেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির(আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সোমবার বলেন, আগামীকাল মঙ্গলবার পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য দলের মুখ্যমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করা হবে।

তিনি গত ১৩ জানুয়ারি পঞ্জাবের জনগণকে তাদের পছন্দের মুখ্যমন্ত্রী পদের প্রার্থীর নাম প্রস্তাব করার উদ্দেশ্যে একটি মোবাইল নম্বর চালু করেছিলেন।
যদিও কেজরিওয়াল তখন দলীয় এমপি ভগবন্ত মান-এর নাম মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসাবে ঘোষণা করতে চেয়েছিলেন, পরবর্তীতে জোর দিয়েছিলেন যে পঞ্জাবের জনগণকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম আগামীকাল দুপুর ১২টায় ঘোষণা করা হবে বলে এদিন কেজরিওয়াল সাংবাদিকদের জানান।

প্রসঙ্গত, পঞ্জাবের ১১৭ টি বিধানসভা আসনের জন্য ভোট ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে এবং ভোট গণনা ১০ মার্চ অনুষ্ঠিত হবে।