নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিজয়নগর বড়খোলা এলাকায় অগ্নিকান্ডে বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। বাড়ির মালিকের নাম বিপ্লব মজুমদার।জানা যায়, রাতে খাওয়া দাওয়ার পর পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন।তারা আগুনের আচ পেয়ে ঘুম থেকে জেগে উঠে কোন রকমে আত্মরক্ষা করেন।পরিবারের লোকজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে সোনামুড়া থেকে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে।তবে বসতঘর রক্ষা করা যায়নি।
একটি মোটরসাইকেলও অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেছে। বাড়ির মালিক বিপ্লব মজুমদার জানিয়েছেন,অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণতিন লক্ষাধিক টাকা। এদিকে কলম চওড়া থানা এলাকার রহিমপুরের দুই নম্বর ওয়ার্ডে নিজাম মিয়ার বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বসতঘর পুড়ে ছারখার হয়ে গেছে। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লক্ষাধিক টাকা।জানা গেছে সোনামুড়া থেকে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই অগ্নিকাণ্ডে বসতঘর সম্পূর্ণভাবে বশীভূত হয়ে যায়।এলাকাবাসী দাবি জানিয়েছেন, অবিলম্বে বক্সনগে একটি অগ্নিকান্ড নির্বাপক কেন্দ্র স্থাপনের জন্য।