BRAKING NEWS

সুনাগরিকগণ ভোট দেওয়ার আগে কলকাতার দূষণের মাত্রা ভেবে দেখুন, আর্জি শুভেন্দুর

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : ’সুনাগরিকগণ ভোট দেওয়ার আগে’ কলকাতার দূষণের মাত্রা ভেবে দেখুন। শুক্রবার এই আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

টুইটারে তিনি লিখেছেন, “বিষাক্ত হয়ে উঠেছে কলকাতার বাতাস। অথচ রাজ্যের পরিবেশ দপ্তরের ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তাদের বিশেষ গরজ নেই কারণ মুখ্যমন্ত্রী নিজের দলের সম্প্রসারণে ব্যস্ত। কলকাতার সুনাগরিকগণ ভোট দেওয়ার আগে এই বিষয়টা একটু ভেবে দেখবেন যে কাদের উদাসীনতায় এই বিষ শরীরে প্রবেশ করছে। আজকের কলকাতা শহরের বাতাসের গুণমান সূচকের বিশদ হিসাব দিয়েছেন তিনি। তাতে লেখা, “বাতাসের গুণগত মান: অত্যন্ত ক্ষতিকর। এই মুহূর্তে কলকাতা শুধুমাত্র দেশের নয় সারা বিশ্বের ও অন্যতম দূষিত শহর হয়ে উঠেছে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *