গুয়াহাটি, ১১ ডিসেম্বর (হি.স.) : ঘোষণা করা হয়েছে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (এএইচএসইসি) পরিচালিত বিশেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ শনিবার (১১ ডিসেম্বর) ঘোষিত ফলাফল অনুযায়ী বঙাইগাঁও, যোরহাট, দক্ষিণ শালমারা এবং ওদালগুড়ি জেলায় ১০০ শতাংশ পরীক্ষাৰ্থী পাশ করেছে। তবে সৰ্বনিম্ন ফলাফল কামরূপ মহানগর জেলায় হয়েছে।
এদিন সকালে এএইচএসইসি-র www.ahsec.assam.gov.in ওয়েবসাইটে বিশেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আপলোড করেছেন কর্তৃপক্ষ। এতে দেখা গেছে, মোট ১,৪১৪ জন পরীক্ষায় বসেছিল। রাজ্যের চারটি জেলায় ১০০ শতাংশ পরীক্ষাৰ্থী পাশ করলেও কামরূপ মহানগরের হার সৰ্বনিম্ন, শতাংশের হার মাত্ৰ ৭.৬৯। কামরূপ মহানগরের ১৩ জন পরীক্ষাৰ্থী বিশেষ এই পরীক্ষায় বসেছিল। এর মধ্যে মাত্ৰ একজনই পাশ করতে সক্ষম হয়েছে। এছাড়া বিশেষ এই পরীক্ষায় কামরূপ গ্ৰামীণ জেলার সৰ্বাধিক ১২৭ জন পরীক্ষায় বসেছিল। এর মধ্যে পাশ করেছে ১০১ জন।
প্রসঙ্গত, কোভিডের আবহে গত ৩১ জুলাই বিকল্প অভ্যন্তরীণ মূল্যাঙ্কন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছিল শিক্ষা পরিষদ। কিন্তু প্রকাশিত ফলাফলে বহু পরীক্ষার্থী অসন্তুষ্ট হয়েছিল। তাই অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের জন্য বিকল্প হিসেবে অফলাইনে বিশেষ চূড়ান্ত পরীক্ষার আয়োজন করেছিলেন এএইচএসইসি কর্তৃপক্ষ। সে অনুযায়ী অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ কোভিড বিধি অনুসরণ করে গত ১ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অফলাইনে বিশেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিল। বিকল্প মূল্যাঙ্কন পদ্ধতিতে বিজ্ঞান শাখায় ৯৯.০৬ শতাংশ, কলা শাখায় ৯৮.৯৩ শতাংশ এবং বাণিজ্য শাখায় ৯৯.৫৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীৰ্ণ হয়েছিল।