নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে রেলে কাটা পড়ে মৃত্যু পঞ্চাশোর্ধ এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম গোকুল প্রসাদ নুনিয়া।
বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে রেলে কাটা পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল পঞ্চাশোর্ধ এক ব্যাক্তির।মৃত ব্যক্তির নাম গোকুল প্রসাদ নুনিয়া।ঘটনা উত্তর জেলার পানিসাগর থানাধীন দেওছড়া গীতা মন্দির এলাকাতে।ঘটনার খবর পেয়ে ধর্মনগর রেল পুলিশ অকুস্হলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে।
এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়,পানিসাগর থানাধীন দেওছড়া গীতা মন্দির সংলগ্ন এলাকার স্হানীয় জনগণ সোমবার সাত সকালে গরু চরাতে গিয়ে রেল লাইনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান।মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় ধর্মনগর রেল পুলিশকে।ধর্মনগর থেকে রেল পুলিশ অকুস্হলে ছুটে এসে মৃতদেহটি সনাক্ত করে। জানা যায় মৃত ব্যক্তি স্হানীয় থানাধীন রামনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা গোকুল প্রসাদ নুনিয়া(৫১)।
পেশায় মৎস্য ব্যবসায়ী। মৃতদেহটি উদ্বার করে পানিসাগর হাসপাতালের মর্গ নিয়ে যায় রেল পুলিশ। ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পাশাপাশি পরিবার সূত্রে জানা যায়,মৃত গোকুল প্রসাদ নুনিয়া অবিবাহিত ছিলেন। রবিবার বিকেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আর ঘরে ফিরে আসেন নি।তবে মৃত ব্যক্তি কি ভাবে বাড়ি থেকে তিন কিমি দুরে গিয়ে রেলে কাটা পড়ল তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
ধর্মনগর রেল পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত করে দেখছে।