কলকাতা, ১ নভেম্বর (হি. স.) : এবার ফেসবুক থেকে নির্বাসিত তসলিমা নাসরিন। সাতদিনের জন্য জনপ্রিয় এই লেখিকার প্রোফাইলকে নিষিদ্ধ বলে দাগিয়ে দিয়েছে বহুল ব্যবহৃত মার্কিন সামাজিক মাধ্যম ফেসবুক।
লেখিকা নিজেই সোমবার সকালে টুইটারে এই খবর জানিয়েছেন। একইসঙ্গে তিনি টুইটেও এও জানিয়েছেন তাঁর কোন পোস্টে আপত্তি জানিয়ে এমন পদক্ষেপ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
লেখিকার ফেসবুকে দেখা যাচ্ছে, শেষ পোস্ট করেছিলেন ১৮ ও ১৯ অক্টোবর। বিষয় বাংলাদেশের অশান্তি। যদিও বাংলাদেশে মন্ডপ ও মন্দিরে হামলার পর থেকে তিনি টুইটে প্রবল সরব ছিলেন। টুইট করে সাতদিনের জন্য ফেসবুক থেকে নির্বাসিত হওয়ার খবরটি জানানোর সঙ্গে সঙ্গে তিনি লিখেছেন, ‘সত্যি’ কথা বলায় সাতদিনের জন্য আমাকে নিষিদ্ধ করেছে ফেসবুক।
জানা গিয়েছে, বাংলাদেশে হিংসা নিয়ে নিজের মতামত জানিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের কারণেই সংস্থা তাঁকে নিষিদ্ধ করেছে।