নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ গ্রামীণ জনগণের কাছে আইনি পরিষেবা পৌঁছে দিতে ঊনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও ঊনকোটি জেলা প্রশাসনের সহায়তায় আজ পেঁচারথল ব্লকের আন্দারছড়া হাইসুকল মাঠে এক মেগা আইনসেবা শিবির অনুষ্ঠিত হয়৷ একই সাথে কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷
শিবিরের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসি-র চেয়ারম্যান সজল চাকমা৷ আইনসেবা শিবিরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে বিভিন্ন দপ্তর থেকে স্টল খোলা হয়৷ শিবিরের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, এই জাতীয় শিবিরের ফলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন৷ আইনসেবা শিবির থেকে আইনের সুবিধাগুলি কিভাবে পাওয়া যাবে সে সম্পর্কে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের ধারণা তৈরি হবে৷ তাছাড়াও এই শিবির উপলক্ষে যে সকল স্টল খোলা হয়েছে সেখান থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণে যে প্রকল্পগুলি রয়েছে সে সম্পর্কেও মানুষ অবহিত হতে পারবেন৷ এই সুবিধাগুলি এক জায়গা থেকেই মানুষ নিতে পারবেন৷ প্রকল্পের সুবিধাগুলি কাজে লাগাতেও তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ প্রধান অতিথির ভাষণে পেঁচারথল বিএসি-র চেয়ারম্যান সজল চাকমা বলেন, এই জাতীয় শিবির সব সময় হয় না৷
আইনি ক্ষেত্রে কারোর কোনও সহায়তার প্রয়োজন হলে এখান থেকেই তারা এর সুবিধা নিতে পারেন৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন জেলাশাসক ইউ কে চাকমা, পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, পেঁচারথলের বিডিও সাগর দেববর্মা৷ স্বাগত ভাষণ দেন এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড স্পেশাল জজ পি কুমার৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ঊনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষের জেলা সম্পাদক লোপামুদ্রা দাশগুপ্ত৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীত নিকেতনের শিল্পীরা৷ অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অতিথিগণ কৃষি দপ্তর থেকে প্রদত্ত স্প্রে মেশিন, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র প্রদত্ত হুইল চেয়ার, হিয়ারিং মেশিন সহ চলন সামগ্রী, শ্রম দপ্তর প্রদত্ত ই-শ্রম কার্ড, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর প্রদত্ত মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় দুজনকে নগদ ২ হাজার টাকা, বন দপ্তর থেকে জেএফএমসি-র অন্তর্গত একটি স্বসহায়ক দলকে ২৫ হাজার টাকার ঋণের চেক, পেঁচারথল ব্লক থেকে আর ও আর সার্টিফিকেট এবং কুমারঘাট মহকুমা শাসক কার্যালয় থেকে কয়েকজন সুবিধাভোগী পরিবারে রেশন কার্ড, পিআরটিসি এবং এসটি সার্টিফিকেট তুলে দেন৷ প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরে ১৪২টি পি আর টি সি, ১১২টি এস টি সার্টিফিকেট প্রদানের জন্য আবেদন গ্রহণ করা হয়৷ আয়ের শংসাপত্র প্রদান করা হয় ৬০টি৷ স্বাস্থ্য দপ্তর থেকে ২২ জনকে চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়৷ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে ২৩৬টি গৃহপালিত পশুপাখির চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ প্রাণীপালকদের সরবরাহ করা হয়৷ এতে ৩০টি পরিবার উপকৃত হয়৷